নিজস্ব প্রতিবেদক: কাজি মো. ইমদাদ সিদ্দিকী জিপিএ ফাইভ লাভ করেছে। সিলেটের সোবহানীঘাট হযরত শাহ জালাল দারুন সুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এমএ) মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে সে কৃতিত্বের সাথে জিপিএ ফাইভ লাভ করে।
কাজি ইমদাদ সিদ্দিকী ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজার ভাতিজা ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের দুবাই প্রবাসী কাজি ফরহাদ মিয়া স্বাধীন ও গৃহিনী কাজি মিনারা বেগমের বড় পুত্র। এর আগে সে হযরত শাহ সূফি মুজ্জাম্মিল আলী (রহ:) দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্য সে তার সকল শিক্ষক মন্ডলী, পিতা-মাতার কাছে কৃতজ্ঞ। উচ্চ শিক্ষায় বিদেশ যেতে আগ্রহী কাজি ইমদাদ সিদ্দিকী সকলের কাছে দোয়া প্রার্থী।