• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে জুনেদ একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩
ছাতকে জুনেদ একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে:ছাতকের গোবিন্দগঞ্জে জুনেদ একাডেমির মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ একাডেমীর হল রুমে সম্মাননা স্বারক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জুনেদ একাডেমির সভাপতি আনছার আলী সাহেবের সভাপতিত্বে ও একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান জনাব আমিন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী খালেদুজ্জামান, জাহাঙ্গীর আলম, এবং সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফারজানা শিপা সহ আরো অনেকে।

শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি বক্তব্যের পাশাপাশি ইসলামিক গান, কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান ইত্যাদি সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন ছিল।

জুনেদ একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন ইংরেজি প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স কারী শিক্ষার্থীদের মাঝে এওয়ার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।