দোয়ারাবাজার প্রতিনিধি:দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা গতশুক্রবার ২০ জানুয়ারি সকালে বাশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধ রেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না বিগত বছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন।
পরে উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনার পর সাধারণ সম্পাদকের রিপোর্ট ও কমিটির গত এক বছরের কার্যক্রমের অনুমোদন প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মোতালিব ভুইয়া, মোহাম্মদ কামাল উদ্দিন,শাহজাহান আকন্দ,যুগ্ম সম্পাদক শাহ মাসুক নাঈম, সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুন মুন্সি, সহ- সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ,অর্থ সম্পাদক ইসমাইল হোসেন,ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ , দপ্তর সম্পাদক আবু তাহের মিসবাহ,প্রচার সম্পাদক মোঃনুরুজ্জামান,সদস্য আব্দুস সালাম, মেহেদী হাসান প্রমুখ।