• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইতালিতে নিহত ছাতকের হারুনের লাশ পেতে সবার কাছে পরিবারের সাহায্যের আবেদন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
ইতালিতে নিহত ছাতকের হারুনের লাশ পেতে সবার কাছে পরিবারের সাহায্যের আবেদন

 

বিবিএন ডেস্ক: ইতালির কাতানিয়ার পার্শ্ববর্তী শহর,কাতান নোভাতে গত মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন বাংলাদেশি যুবক হারুন রশীদ সালিক।(ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। ষ্টোক করে তিনি মারা গেছেন বলে জানা গেছে। হারুন রশীদ সালিক গাবুরগাঁও দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র হুমায়ুন রশিদ তারেকের ছোট ভাই।
ইতালিতে তাদের কোন আত্মীয়- স্বজন নেই। কাজেই
ইতালি প্রবাসীদের একটি সংস্থা তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তারা ইতালিতে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনেদের কাছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। আশাকরি কয়েক দিনের মধ্যে মরহুমের লাশ ইতালি প্রবাসী সকলের সহযোগিতায় পরিবারের কাছে পৌঁছে যাবে।