• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

৯ গোলের রোমাঞ্চে মেসির কাছে রোনালদোদের হার

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
৯ গোলের রোমাঞ্চে মেসির কাছে রোনালদোদের হার

বিবিএন স্পোর্টস ডেস্ক:প্রীতি ম্যাচের আড়ালে প্রতিদ্বন্দ্বিতাও হলো বেশ। গোলের দেখা পেলেন মেসি-রোনালদো-এমবাপ্পেরা। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই জয়ের উৎসব করেছে। প্যারিসের সেরা দলটি একজন কম নিয়েও ৫-৪ গোলে হারিয়েছে

ম্যাচটিতে জোড়া গোল করেন সদ্যই সৌদির আল নাসেরে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তো দুই মহাতারকার ক্যারিয়ারে এটাই শেষবারের মতো মুখোমুখি খেলতে নামা।

গোলবন্যার শুরুটা করেন লিওনেল মেসি। ম্যাচের তৃতীয় মিনিটে নেইমারের পাসে পিএসজিকে লিড এনে দেন মেসি। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো। এর পাঁচ মিনিটের মাথায় বার্নাট লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় পিএসজি।

১০ জনের দল হওয়ার পরও আক্রমণের ধার কমেনি পিএসজির। ৪৩ মিনিটে পিএসজিকে ফের এগিয়ে নেন অধিনায়ক মার্কুইনহোস। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমার সুযোগ কাজে লাগাতে পারেননি। এর কিছুক্ষণ পরই আরও এক গোল করে সমতা ফেরান রোনালদো। ফলে ২-২ গোলের সমতায় থেকে প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল।

ম্যাচের ৫৩ মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে গোল করেন সার্জিও রামোস। ৫৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজের বাড়ানো বলে রোনালদোদের সমতায় ফেরান জ্যাং হুয়ান সো। চার মিনিট পর আবারও পেনাল্টি পায় পিএসজি। এবার গোল আদায় করে নেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটি ৪-৩ গোলে এগিয়ে গেলে তুলে নেয়া হয় রোনালদো, মেসি, নেইমার, এমবাপে ও নাভাসদের। ৭৮ মিনিটে স্কোরলাইন ৫-৩ করেন এমবাপ্পের বদলি নামা একিতিকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দূর থেকে নেওয়া শটে ব্যবধান কমান তালিস্কা। তাতে ৫-৪ গোলে জয় পায় পিএসজি।

শেষবার মেসি ও রোনালদোর দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো। এবারও ৩৭ বছর বয়সী রোনালদো জোড়া গোল করলেন। তবে জয়ের হাসি হাসলেন ৩৫ বছর বয়সী মেসি।(সূত্রঃদৈনিক সমকাল)