• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতক প্রেসক্লাব ও সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩
ছাতক প্রেসক্লাব ও সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

আতিকুর রহমান মাহমুদ,ছাতক থেকে:ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মদ মাইনুল জাকির ছাতক প্রেসক্লাব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে ওসির কার্যালয়ে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন তালুকদার (দৈনিক সিলেট বানী), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (দৈনিক যুগান্তর), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো.আখতারুজ্জামান (দৈনিক সমকাল/উত্তর পূর্ব), বর্তমান যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা (দৈনিক ইনকিলাব/শ্যামল সিলেট), কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ (দৈনিক কাজির বাজার), প্রচার সম্পাদক জুনাইদ আহমদ (দৈনিক জৈন্তাবার্তা) সদস্য নাজমুল ইসলাম (দৈনিক জালালাবাদ), শাহ মো.আলী মুজিব (সিলেটের দিনকাল), মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), মো.নুর উদ্দিন (দৈনিক আমাদের অর্থনীতি/আমাদের নতুন সময়), আরিফুর রহমান মানিক (দৈনিক ভোরেরপাতা) হেলাল আহমদ (দৈনিক সুনামগঞ্জের ডাক), লুৎফুর রহমান শাওন (দৈনিক বিজয়ের কন্ঠ), সাংবাদিক এইচএম খালেদ আহমদ (দৈনিক অগ্রযাত্রা/সিলেট তথ্যানুসন্ধান), মীর আমান (সংবাদ প্রতিদিন)।
নবাগত ওসি মতবিনিময় কালে এলাকার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ওসি খাঁন মোহাম্মদ মইনুল জাকির উপজেলা আইন-শৃংখলা রক্ষায় প্রেসক্লাব সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।