• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইউক্রেনে ২ ব্রিটিশ নাগরিক নিখোঁজ

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৩
ইউক্রেনে ২ ব্রিটিশ নাগরিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে ২ ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রুশ অধিকৃত দোনেৎস্কের পূর্বাঞ্চল থেকে এন্ড্রিউ বাগশাও (৪৮) এবং ক্রিস্টফার প্যারি (২৮) নামে ওই দুই যুক্তরাজ্যের নাগরিক নিখোঁজ হয়েছেন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, তাদের দুজনকে গত শুক্রবার দোনেৎস্কের সোলেডার শহরের দিকে যেতে দেখা গেছে। এর পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি।

ইউক্রেন জানায়, তারা স্বেচ্ছাসেবী হিসেবে দোনেৎস্কে কাজ করছিলেন। বিশেষ করে আটকে পড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করতেন।