• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ১,গুরুতর আহত ৪ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩
ছাতকে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ১,গুরুতর আহত ৪ জন

 

বিবিএন ডেস্ক:ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো- রিকশার মুখোমুখি সংঘর্ষে আলিম উদ্দিন (৩৩) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সিএনজি চালিত অটো-রিকশার আরো ৪ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন নামের সিএনজি চালিত অটো-রিকশার যাত্রীকে মৃত্যু ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অন্যান্য আহতদের ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত বুধবার বিকল ৫টার দিকে জাতুয়াবাজার থেকে সিএনজি চালিত অটো-রিকশা যাত্রী নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে ওঠে। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটের পথে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটো-রিকশায় থাকা ৫ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া জলিলপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। অন্যান্য আহতরা হলেন, জলিলপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মনির উদ্দিন (২০), একই গ্রামের তালেব আলীর ছেলে সালেহ আহমদ (৩২), আছকর আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ও ওই গ্রামের রমজান আলী (২৪)।

দূর্ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস নং- সিলেট-জ-১১-০৫০০ ও নম্বরবিহীন সিএনজি চালিত অটো-রিকশাটি জব্দ করেন।জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।