• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২২
বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু, : সুনামগঞ্জ বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণ বাবু দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে  আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন,সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.সৈকত দাস, এসময় উপস্থিত ছিলেন যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল,মাছরাঙা টিভির এমরানুল হক চৌধুরী,  যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, বাসস প্রতিনিধি আল হেলাল, ইন্টারন্যাশনাল টিভির  শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক মাসুক মিয়া   ইনকিলাবপ্রতিনিধি হাসান চৌধুরী ,ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি জাকির হোসেন, একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালাম, আরটিভির প্রতিনিধি শহীদ নূর আহমেদ,  এনটিভি ইউরোপের লুৎফর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, সময় টিভির রুজেল আহমেদ, বণিক বার্তার প্রতিনিধি  আল আমিন, মাই টিভির প্রতিনিধি আবু হানিফ, নিউজ বাংলার প্রতিনিধি  মোসাহিদ রাহাত, ঢাকা প্রকাশের প্রতিনিধি  মনোয়ার চৌধুরী, গ্লোবাল টিভির প্রতিনিধি  মিজানুর রহমান রুমান,  সহ আরো অনেকে।
এসময় বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।