• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস- উপলক্ষে পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণ ও মোমবাতি প্রজ্জ্বলন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২
সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস- উপলক্ষে পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণ ও মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর,  শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে সন্ধ্যা  পৌনে ৫ টায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক  দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় পুলিশ সুপার, সুনামগঞ্জ  মোহাম্মদ এহ্‌সান শাহ, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ  মোহাম্মদ জাকির হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ  অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষগ ও আই সিটি  শেখ মোহাম্মদ মহি উদ্দিন, ; বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। পিটিআই বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।