লতিফুরঃ রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে সুনামগঞ্জের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ মহি উদ্দিন।
সভায় গণমাধ্যমকর্মীরা ফসলরক্ষাবাঁধে অনিয়ম, অবৈধ ক্র্যশার মেশিনকে আইনের আওতায় আনা, এসসি গার্লস স্কুলে ভর্তি পরিক্ষায় অনিয়মসহ নানা বিষয় তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। সভায় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ’র সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় দৈনিকসুনামগঞ্জেরডাক সম্পাদক অধ্যক্ষ শেরগুলআহমেদ দৈনিকমানবকণ্ঠ প্রতিনিধি, শাহজাহান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাসস’র সুনামগঞ্জ প্রতিনিধি আল হেলাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক জনকণ্ঠপ্রতিনিধি এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্র, শেখর ভদ্র, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ইনডিপেডেন্টটিভিরজাকির হোসেন, আরটিভি প্রতিনিধি শহিদনুর আহমেদ, সাংবাদিক কে এম শহিদুল ইসলাম, প্রমুখ।