• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন-জি এম কাদেরের বৈঠক

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২
প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন-জি এম কাদেরের বৈঠক

বিবিএন  ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে গণভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রওশন পূত্র রাহগির আলমাহি সাদ এরশাদও উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, পার্টির অভ্যন্তরীন বিষয়ে চলমান দ্বন্দ্ব নিরসনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে দুই নেতার বৈঠকের পর চলমান সমস্যা দূর হয়ে যাবে বলে জানিয়েছেন দলের শীর্ষ একজন নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এ নেতা বলেন, দলের সমস্যা মিটমাট হয়েছে। সামনে সব পরিস্কার হবে। এ বিষয়ে আমাদের কথা বলতে নিষেধ করা হয়েছে।(দৈনিক মানবজমিন)