• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্যমেলার উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২২
সুনামগঞ্জে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্যমেলার উদ্বোধন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যেগে সুনামগঞ্জের ষোলঘর খেলার মাঠে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে  সুনামগঞ্জ শহরের ষোলঘরে মেলার উদ্বোধন করেন সিলেট রেঞ্জের  ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
সুনামগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী নুরুন্নাহার মুনমুনের সভাপতিত্বে ও দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাকির হোসেন,  পৌরসভার মেয়র নাদের বখ্ত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পুনাকের  কেন্দ্রীয় সহ কোষাধ্যক্ষ মোছাম্মত উম্মে কুলসুম রূপা আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।
মেলার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, পুনাকের মেলায় বিভিন্ন পণ্যের ১২০ টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী এক মাস।