• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারের সমাজসেবী লাল মিয়ার দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২২
দোয়ারাবাজারের সমাজসেবী লাল মিয়ার দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক: ছাতক উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এমএ করিম সুয়েবের পিতা সমাজসেবী লাল মিয়ার (৭০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, হাফেজ মাওলানা এমএ করিম সুয়েবের পিতৃবিয়োগে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, লতিফিয়া ক্বারী সংস্থা পঞ্চগ্রাম প্রতাপপুরের সভাপতি কাজী রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

অপরদিকে, হাফেজ মাওলানা এমএ করিম সুয়েব’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দোহালিয়া ইউনিয়ন প্রবাসী ঐক্যফ্রন্ট সমাজসেবা সংগঠনের সভাপতি এফ এ মিয়া সাহিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহযোগি সংগঠনের আহবায়ক কাজী শাহজাহান মাস্টার, ছাতক উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা কেএম নজমুল হক নসিব ও সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল হক।

পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।