• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে বিএনপি নেতা আফম কামাল খুন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২২
সিলেটে বিএনপি নেতা আফম কামাল খুন

বিবিএন ডেস্ক:সিলেট নগরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল খুন হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে।

তার গাড়ীর গতিরোধ করে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম।

তিনি বলেন- কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।(সূত্র: একাত্তরের কথা)