ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি,ছাতকে সুরমা নদীতে ড্রেজার মেশিন নিয়ে বালু উত্তোলন করেছে আসছে । এ সংবাদ পেয়েই ছাতক নৌ পুলিশ ফাড়ি এস আই মজিবুর রহমান,এ এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে্ একদল পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার মালামালসহ ড্রেজার সংযুক্তসহ মেশিন বাল্কহেড বালু ভতি নৌকাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন নৌ পুলিশ ।
গত শনিবার সকালে সুরমা নদীর বারকাহন গ্রামের জামে মসজিদ প্রাঙ্গন এলাকায় নৌ পুলিশ অভিযান চালিয়ে বালু উত্তোলনকৃত ড্রেজারসংযুক্ত বাল্কহেডসহ উত্তোলনকৃত বালু ভতি নৌকাসহ দুজনকে নৌ পুলিশ আটক
করেন।
আটককৃত হলেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গোলপপুর ইসলাসপুর গ্রামের ইব্রাহিম মিয়া পুত্র আব্দুল মালেক ৫৫, ও জামালগঞ্জ উপজেলার কালিপুর গ্রামে নুর মিয়া পুত্র সাজিবুর রহমান ৩০ কে নৌ পুলিশ আটক করেন।
জানা যায়,সুরমা নদী থেকে একটি সিন্ডিকেট চত্রু দীঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে সুরমা নদী থেকে বালু উত্তোলন করে আসছে।
এ ঘটনায় সুরমা নদীতে শনিবার নৌ পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি বাল্কহেড,বালু ভতি নৌকা,২৯ মিটার রিং পাইপ,ড্রেজার মেশিন,৫শত ঘনফুট বালুসহ প্রায় ২৫ লাখ টাকা মালামাল আটক করেছে নৌ পুলিশ্।
এ ঘটনায় ছাতক নৌ পৃলিশ ফাড়রি এ এস আই জসিম উদ্দিন বাদী হয়ে শনিবার বিকালে গ্রেপ্তারকৃত দুজন আসামীকে নাম উল্লেখ্য করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়,ধৃত আসামীরা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নদীর ভূ-গর্ভস্থ ও নদীর পাড় কেটে সরকারী সম্পত্তির ক্ষতি সাধন করে।অবৈধভাবে বালু উত্তোলন করায় ভূ-প্রকৃতির পরিবেশ মারাত্নকভাবে নষ্ট হচ্ছে।
আসামীরা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ সালের ১৫(১) তৎসহ পেনাল কোডের ৪৩১ ধারায় অপরাধ করেছে। জব্দকৃত আলামত ছাতক নৌ-পুলিশ ফাঁড়ি হেফাযতে রয়েছে বলে নৌ পুলিশ নিশ্চিত করেন। এব্যাপারে নৌ পৃলিশের ইনচাজ আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।