• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সেভ ছাতকের আয়োজনে সরাইখানায় বিনামূল্যে খাবার পরিবেশন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২
সেভ ছাতকের আয়োজনে সরাইখানায় বিনামূল্যে খাবার পরিবেশন

ডেস্ক নিউজঃ ইসলামি শাসনামলে শহরাঞ্চলে সরাইখানার প্রচলন ছিলো। সে সময়ে সরাই খানায় অসহায় দুস্থ মানুষ ও মুসাফিরদের জন্য বিনামূল্যে খাবার পরিবেশন করা হতো। এরই ধারাবাহিকতায় সেভ সিলেটের আয়োজনে দীর্ঘদিন ধরে চলছে সিলেটের শহরে প্রতি সপ্তাহে একদিন সরাইখানায় খাবার পরিবেশন।

শুক্রবার থেকে ছাতক শহরেও এ ব্যবস্থা চালু করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মনিকা প্লাজার সামনে শতাধিক মুসাফির, অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ি শাহরিয়ার তারেক,পরিচালনা করেন সেভ ছাতকের দায়িত্বশীল জুবায়েদ আহমেদ। এছাড়াও ভলান্টিয়ার হুছাম উদ্দিন, সাঈদুর রহমান সাঈদ, জুনেদ আহমেদ, সকুল রেজা, মোহাম্মদ সাকিব, মোঃ আক্তার মাহমুদ, ময়নুল ইসলাম, শামিম আহমদ, জামরুল ইসলাম রেজা, ছাকিব আহমদ, মো নাইম, সালমান রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।