নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ইসলামি ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক উপানুষ্ঠানিক শিশু শিক্ষা কার্যক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গত মঙ্গলবার সকালে ছাতক বাগবাড়ি কেন্দ্রিয় জামে মসজিদে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা কেএম নজমুল হক নসিবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা এমএ করিম সুয়েবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক মাওলানা মাইনুদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সদস্য সচিব মাওলানা ইলিয়াস আহমদ।
সভায় মাওলানা কেএম নজমুল হক নসিবকে সভাপতি, মাওলানা সাইদুল হককে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা এমএ করিম সুয়েবকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা কমিটি ঘোষণা করা হয়।