• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ পর্যটক নিহত

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৯, ২০২২
মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ পর্যটক নিহত

বিবিএন ডেস্ক:চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই পর্যটক বলে নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস।

জানা গেছে, খৈয়াছড়া ঝর্ণা দেখে পর্যটকদের নিয়ে ফেরার সময় মাইক্রোবাসটির সাথে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের সংঘর্ষ হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সাথে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। আহত হন তিনজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।