সুনামগঞ্জ প্রতিনিধি; রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর এ বছরের প্রথম ৯২ তম সাপ্তাহিক সভা আজ শুক্রবার ৮টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি জিন্নুন আহমেদ চৌধুরি। ক্লাব সেক্রেটারি তাহমিনা হাসান চৌধুরী। ক্লাব ফার্স্ট লেডি লুবনা চৌধুরী
সাপ্তাহিক সভায় উপস্থিত ছিলেন ডিসট্রিক অ্যাসিস্ট্যান্ট গভর্নর কাজী হুমায়ূন কবির।
ক্লাব এডভাইজার এ এইচ এম রাব্বানী।এ কে এম শামসুল হক দিপু, রোটারী ক্লাব অব অরেঞ্জ সিটির চাটার প্রেসিডেন্ট ডালিয়া হক লাবনী। আইপিপি হাসান কবির চৌধুরী,president-elect মুসা রহমান ভাইস প্রেসিডেন্ট সুমন হোসেন, ক্লাব সার্ভিস ডাইরেক্টর তোফায়েল আহমেদ,জয়েন্ট সেক্রেটারি আহমেদ রোকসান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রায়হানুল জান্নাহ তামিম,কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মারুফ আহমেদ।
ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর কাজি হুমায়ুন কবির উনার বক্তব্যে বলেন রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল মেডিকেল ক্যাম্প, সানিটেশন অথবা মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রজেক্ট করতে চাইলে ডক্টর এবং নার্স দিয়ে সর্বাত্মক সাহায্য করবেন তিনি। ক্লাব সভাপতি ক্লাবের প্রত্যেক মেম্বার এর পক্ষ থেকে ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর কে ধন্যবাদ জ্ঞাপন করেন। আইপিপি হাসান কবির চৌধুরী তার বক্তব্যে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের ঘর পূর্ণ সংস্কার করার আহ্বান জানান। আলহামদুলিল্লাহ ক্লাবের প্রত্যেক মেম্বার এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন।
রোটারিয়ান শামসুল হক দিপু এবং রোটারিয়ান ডালিয়া হক লাবনী ক্লাব প্রেসিডেন্ট জিন্নুন আহমেদ চৌধুরী এবং সেক্রেটারি তাহমিনা হাসান চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেন। আইপিপি হাসান কবির চৌধুরী নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নৈশ ভোজের নিমন্ত্রণ জানিয়ে সভাপতি আজকের সভা মুলতবি ঘোষণা করেন।