।
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পষ্ট গুলোতে, মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১২জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত
উপজেলার বিভিন্ন পর্যটন স্পষ্টে,নির্বাহী কর্মকর্তা রায়হান কবির মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় ১৭টি পর্যটকবাহী নৌযানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো, ও যত্রতত্র প্লাস্টিকের বর্জ্য ফেলানোর দায়ে
১৭টি মামলা করে মোট ৩২হাজার টাকা জরিমানা আদায় করেছেন তিনি।
মোবাইল কোর্ট অভিযানে ছিলেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ তরফদার, এস আই অপূর্ব রায়, উপজেলা প্রশাসনের সহকারী রাকিবুল ইসলাম, সাংবাদিক আহম্মদ কবির,ও পুলিশ সদস্য বৃন্দ প্রমুখ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ তরফদার বলেন, প্রলয়কারী বন্যায় আঘাতে এলাকার মানুষ আজ দিশেহারা, এখনো বসত বিটা জরাজীর্ণ, বসবাসের উপযোগী হয়ে উঠেনি, কেউ কেউ আছেন অন্যেের বাড়ি। “আসুন মানবতার কল্যানে কাজ করি”সাউন্ড বক্সের ভাড়া, ওয়ান টাইম তালা’র টাকা, ক্ষতি গ্রস্ত মানুষের হাতে তোলে দেই, এতে বাচঁবে পরিবেশ, ফোটঁবে হাসি।নিরবেই ভ্রমণ সুখে মজি ।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, অত্র তত্র স্থানে প্লাস্টিকের বর্জ্য ফেলা যাবে না,এতে
পরিবেশ নষ্ট হয়,ও উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো যাবে না,তাতেও, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। এ সব বন্ধে, জনস্বার্থে অভিযান চলমান থাকবে।তিনি আরও বলেন, আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে, উপজেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে।