• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা শাবান, ১৪৪৬ হিজরি

এমপি মানিককে হিথ্ররো বিমান বন্দরে যুক্তরাজ্য আ’লীগের পক্ষ থেকে সম্বর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১১, ২০২২
এমপি মানিককে হিথ্ররো বিমান বন্দরে যুক্তরাজ্য আ’লীগের পক্ষ থেকে সম্বর্ধনা

নিজস্ব প্রতিবেদক;ছাতক-দোয়ারার অবিসংবাদিত নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এম,পিকে হিথ্ররো বিমানবন্দরে ব্যাপক সম্বর্ধনা প্রদান করা হয়।গতকাল রবিবার বিকাল ৬.৪০মি. সময় এমিরাতের এয়ারলাইন্সের হিথ্ররো বিমানবন্দরে অবতরন করলে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও ছাতক দোয়ারা বাসীর পক্ষ থেকে ব্যাপক সম্বর্ধনা দেয়া হয়। এমপি মানিক চিকিৎসার জন্য এক সংক্ষিপ্ত সফরে গতকাল যুক্তরাজ্য সফরে আসেন।

সম্বর্ধনার জবাবে সংক্ষিপ্ত বক্তব্য এম,পি মুহিবুর রহমান মানিক জানান, চোখের জরুরি চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে এসেছেন।এলাকার সার্বিক পরিস্হিতি তুলে ধরেন।সকলের খোঁজ খবর নেন।উপস্হিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন।এস এম সুজনশ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক যুক্তরাজ্যে আওয়ামী লীগ।


আলতাফুর রহমান মোজাহিদ সাধারণ সম্পাদক লন্ডন মহানগর আওয়ামী লীগ।বদরুজ্জামান শামীম কার্যকরী সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগ।
মোকাদ্দুস আলী সভাপতি রুহুল আমীন সাধারন সম্পাদক যুক্তরাজ্য কভেন্টী আওয়ামী লীগ।আজম তালুকদার,শরীফ উল্লাহ তালুকদার কার্যকরী সদস্য লন্ডন মহানগর আওয়ামী লীগ।

আনিসুজ্জামান আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক,কাউন্সিলার লিলু আহমদ তালুকদার সাংগঠনিক সম্পাদক,আনোয়ার কামাল দুলাল প্রবাস বিষয়ক সম্পাদক, হাবিব সুফিয়ান সহ-কৃীড়া বিষসয় সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ।কামরুজ্জান সাকলাইন সহ-সভাপতি,আবু হেলাল ক্কীড়া বিষয়ক সম্পাদক লন্ডন মহানগর যুবলীগ।কমিউনিটি নেতা আয়ুব করম আলী,মোঃ লাল মিয়া,আকিল আলী,মিজানুর রহমান হীরা,কাউন্সিলার মোছাঃ লুৎফা রহমান,
সাজ্জাদুর রহমান,লেয়াকত আলী,মোছাঃ ফাতেমা আলী শামীম,আকিল আলী,সমুজ আলী পৌসমাউথ আওয়ামী লীগ,

হুসেইন আহমদ সুয়ানসী আওয়ামী লীগ ,দুধন আলী অক্সফোর্ড আওয়ামী লীগ,লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি, ছাতক-দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে এর সভাপতি সাবেক ছাত্রনেতা আবু শহীদ,নজরুল ইসলাম,মিজানুর রহমান,

পীর ফয়ছল,সিরাজুল হক,ফজলুর রহমান,নাজিম উদ্দীন,ইকবাল হুসাইন তালুকদার সাবেক সহ-সভাপতি.মওদুদ আহমদ সাবেক সহ-সভাপতি,এহসানুল হক তানবির সহ-সভাপতি সুনামগঞ্জ| কাউসার আহমেদ,সৈয়দ মুর্শেদ,জুনেদ আহমদ সহ ছাতক-দোয়ারা নির্বাচনীয় এলাকার নেতৃবন্দ।