• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা শাবান, ১৪৪৬ হিজরি

ঢাকা সফরের আশ্বাস দিলেন ব্রিটিশ যুবরাজ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৪, ২০২২
ঢাকা সফরের আশ্বাস দিলেন ব্রিটিশ যুবরাজ

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যের প্রিন্স চার্লস আগামী অক্টোবরে ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রিন্স চার্লস আমাকে জানিয়েছেন তিনি বাংলাদেশে আসবেন। আমি তাঁকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন।

ড. মোমেন বলেন, প্রিন্স চার্লসের সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪-২৬ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস চার্লসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়।