লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ ::সুনামগঞ্জে স্মরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শনে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম বলেন, দুর্যোগ কালীন সময়ে কোন মানুষ না খেয়ে মরবে না, প্রধানমন্ত্রী সবার জন্য খাবারে ব্যবস্থা করেছেন। শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওর বাংলা হল রুমে মত বিনিময় সভায় একথা বলেন প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সঞ্চালনায়, প্রধান অতিথি, ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম। বিশেষ অতিথি ছিলেন
ভাঙ্গা ও চরভদ্রাসন এলাকার সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ মহিবুর রহমান মানিক, পৌর মেয়র নাদের বখত, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভার পর বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে ও তাদের দুঃখ দূর্দশা সরজমিনে পরিদর্শন করার জন্য মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।