• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রোটারী ক্লাব সিলেট ইম্পেরিয়াল এর নতুন কমিটির প্রেসিডেন্ট জিন্নুন,সেক্রেটারি তাহমিনা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১, ২০২২
রোটারী ক্লাব সিলেট ইম্পেরিয়াল এর নতুন কমিটির প্রেসিডেন্ট জিন্নুন,সেক্রেটারি তাহমিনা
সুনামগঞ্জ প্রতিনিধি: রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গত ৩০  জুন রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সর্ব সম্মতি ক্রমে এই কমিটির প্রেসিডেন্ট জিন্নুন আহমেদ চৌধুরী, সেক্রেটারি তাহমিনা হাসান চৌধুরী। আইপিপি হাসান কবীর চৌধুরী, ট্রেজারার বেলাল আহমেদ,  প্রেসিডেন্ট ইলেক্ট্র ২০২৩- ২৪ মুসা রহমান, ভাইস প্রেসিডেন্ট সুমন হোসেন, ভকেশনাল সার্ভিস সেলিম আহমদ, কমিউনিটি সার্ভিস মারুফ আহমেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস রায়হান উল জান্নাহ ,ইয়ূথ সার্ভিস মনসুর আহমদ, বুলেটিন এডিটর সৈয়দ রাকিব হায়দার, sgt at ams মোশারফ হোসেন নিশান, ক্লাব ট্রেইনার পিপি ফয়সল আহমেদ মেম্বার তারেক রহমান।