• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সৌদিতে চাঁদ দেখা গেছে,ব্রিটেনসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা ৯ জুলাই

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২২
সৌদিতে চাঁদ দেখা গেছে,ব্রিটেনসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা ৯ জুলাই

বিবিএন ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী  ব্রিটেনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে ৯ জুলাই শনিবার।

বৃহস্পতিবার থেকে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যেসহ ব্রিটেন ও ইউরোপের দেশগুলিতে।

এদিকে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্রিটেনের মুসলিম কমিউনিটির মানুষ। বরাবারের মত এবারো মসজিদগুলোতে একাদিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি খোলা মাঠেও অনুষ্ঠিত হবে ঈদ জামাত। পূর্ব লন্ডনস্থ ব্রিটেনের অন্যতম বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদে এবারো ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জনমততের পক্ষ থেকে সর্ব স্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ‘ঈদ মোবারক’।