• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

তাহিরপুর উপজেলায় ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ করেন- এমপি রতন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৯, ২০২২
তাহিরপুর উপজেলায় ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ করেন- এমপি রতন

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তাহিরপুর উপজেলায় ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বুধবার ১টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়চড়ায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি হাজী আলখাস উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জু খন্দকার, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, মধ্যনগর উপজেলা যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো: নুরুজ্জামান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এমপি রতন বলেন, বন্যা ও দুর্যোগে মাননীয় প্রধান মন্ত্রী, বিশ্বনেত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জনগণের পাশে আছেন, পাশে থাকবেন ইনশাল্লাহ।