• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে ভয়াবহ বন্যায় আশ্রয় কেন্দ্রে হাজার-হাজার লোক,পৌর মেয়র কালাম চৌধুরীর ত্রাণ বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৬, ২০২২
ছাতকে ভয়াবহ বন্যায় আশ্রয় কেন্দ্রে হাজার-হাজার লোক,পৌর মেয়র কালাম চৌধুরীর ত্রাণ বিতরণ

 

ছাতক প্রতিনিধিঃছাতকে বন্যার ভয়াবহতা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়েছে।এখানে লক্ষ-লক্ষ মানুষ কর্মহীন ও পানিবন্দী। বন্যার পানিতে তলিয়ে গেছে সকল হাট-বাজার ও রাস্তা- ঘাট। একমাসের মাসের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছেন এ অঞ্চলের মানুষ। বন্যায় উপজেলার ১৩ টি ইউনিয়ন সহ গোটা পৌরসভা প্লাবিত হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক ঘর বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। মানুষ হাটাচলা করার জায়গা খুঁজে পাচ্ছেনা গবাদি পশু পানির মধ্যেই রাখা হয়েছে। উপজেলা পরিষদের সকল কার্যালয় বাসা- বাড়ি,থানা, হাসপাতালে বন্যার পানি ঢুকেছে। ছাতকের সব এলাকায় এখন পানি আর পানি। সড়ক পথের সকল যোগাযোগ বিচ্ছিন্ন। সুরমা নদীতে খেয়া পারাপার ও বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার থেকে এখানে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সুরমা, পিয়াইন,চেলা নদী সহ সকল নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত ও নদ- নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। হাজার-হাজার লোক বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন।এখানে বন্যা আর মানুষের কান্না একাকার হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানিয়েছেন বৃহষ্পতিবার সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ২.৪৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত। এদিকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বৃহষ্পতিবার বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। সরকারি চাল বিতরণ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও যুবলীগ নেতা মাহবুব মিয়া। যুবলীগ নেতা শামীম আহমদ চৌধুরীর ব্যাক্তিগত তহবিল থেকে প্যাকেট জাত শুকনো খাবার বিতরণ করা হয়েছে বন্যার্তদের মাঝে। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী বিতরণ করেছেন রান্না করা খাবার।