• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্ধোধন

bilatbanglanews.com
প্রকাশিত মে ২২, ২০২২
সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্ধোধন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২২ মে রবিবার দুপুর ২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।  পরে এক আলোচনা সভা  সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিক, সুনামগঞ্জ সদর ইউএনও ইমরান শাহরিয়ার, আরডিসি এ এস এম রেজাউল করিম, সহকারী কমিশনার শাহরিয়ার আশরাফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্ম কর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ অন্যান্য কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন সারা দেশে সরকার অন লাইন ভিত্তিক ভূমি সেবা ইতিমধ্যেই চালু করেছে। অনেক জায়গাতেই চালু হয়ে গেছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কার্যক্রম চালু হয়েছে। যেসব জায়গাতে এখনও চালু হয়নি শীঘ্রই চালু করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হচ্ছে।  তিনি বলেন জনগণের সাথে ভাল আচরণ করতে হবে। মানুষ কে ধোকা দেয়ার দিন শেষ। জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। পরে শ্রেষ্ঠ ভূমি কর্ম কর্তা দের পুরস্কার স্বরূপ ক্রেষ্ট ও সন্মাননা তুলে দেন জেলা প্রশাসক।