• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

কৃষকদের সহজ শর্তে ঝণ দিতে হবে:জেলা প্রশাসক সুনামগঞ্জ

bilatbanglanews.com
প্রকাশিত মে ২২, ২০২২
কৃষকদের সহজ শর্তে ঝণ দিতে হবে:জেলা প্রশাসক সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, সম্প্রতি চলমান বন্যার কারণে এবং এর আগে অকাল বন্যায় কিছু ফসল নষ্ট হওয়ার ফলে কৃষকরা খুব সমস্যার মধ্যে আছেন।  বন্যার ফলে ধান, মৎস্য খাত সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাদের কোন প্রকার হয়রানী ছাড়াই সহজ শর্তে কৃষি ঝণ দেয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি দের আহ্বান জানিয়েছেন।  আগের যদি কোন ঝণ থেকে থাকে সেই ঝণ পরিশোধে বেশী চাপাচাপি না করার ও অনুরোধ করেন।  কৃষি ঝণ বিতরণ কার্যক্রম খুব হতাশা জনক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন শুধু মুনাফা নয়,জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ তাই কৃষকদের সরকার প্রণোদনা প্রদান করেন।  ব্যাংকিং সেক্টর দিয়ে সরকারের কোন কল্যাণ হচ্ছে না। এবার বন্যায় মৎস্য, ও বাদাম খেতের ও প্রচুর ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষাতে কৃষকদের সাহয্য সহযোগিতা করতে হবে।
২২ মে রবিবার দুপুর ১ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি ঝণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুব্রত তালুকদার, সুনামগঞ্জ সদর ইউএনও ইমরান শাহরিয়ার, আরডিসি এ এস এম রেজাউল করিম , সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর  রহমান  রাজু, ব্র্যাক ব্যাংক ম্যানেজার মো শহিদুল ইসলাম, পুবালী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আব্দুল বারেক, প্রাইম ব্যাংক ম্যানেজার বিশ্বজিত চন্দ্র পাল,মার্কেনটাইল ব্যাংক ম্যানেজার আহমেদুর রহমান,ইসলামী ব্যাংক ম্যানেজার মো আকবর উদ্দিন, ন্যাশনাল ব্যাংক ম্যানেজার সাব্বির হাসান প্রমুখ।