• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা শাবান, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে বাংলাদেশি নারীকে হত্যা

bilatbanglanews.com
প্রকাশিত মে ২১, ২০২২
যুক্তরাজ্যে বাংলাদেশি নারীকে হত্যা
মাহমুদুর রহমান তা‌রেক:যুক্তরা‌জ্যের ইস্ট লন্ডনে বাংলাদেশী এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত নারীর বয়স ৩৪ বছর। ত‌বে তাঁর প‌রিচয় প্রকাশ ক‌রে‌নি পু‌লিশ। হত্যাকা‌ণ্ডে জ‌ড়িত থাকার সন্দেহ সেই নারীর স্বামী হাসান (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানা‌নো হয়েছে, পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকার ক্যানিং টাউনের বারেড রোডে দুই সন্তান নি‌য়ে বসবাস কর‌তেন নিহত নারী। শুক্রবার (২০ ‌মে) সকালে পুলিশের কাছে এক‌টি ফোন কল আসে। ফোন পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে নারীর রক্তাক্ত দেহ উদ্ধার ক‌রে।

ত‌বে পু‌লিশ সেখা‌নে যাবার আগেই নারীর মৃতু হয়। প‌রে মরদেহ উদ্ধার ক‌রে ফ‌রেনসনিক পরীক্ষার জন্য নি‌য়ে যান তাঁরা।

প্রতিবেশীরা বলছেন, গ্রেফতারকৃত অসিম হাসান নিহত মহিলার স্বামী। তা‌দের ৯ ও ৬ বছরের দুই সন্তান রয়েছ।