• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৫, ২০২২
সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ সম্পন্ন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন,   আজকের বিশ্বে বড় বড় যা কিছু আবিষ্কার হয়েছে তা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করেই।  আমাদের ও বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিজ্ঞান কে ভাল বাসতে হবে।  তাহলে তথ্য প্রযুক্তিবিদ তোভরা গড়ে উঠে দেশের কাজে লাগতে পারবে। তোমরা, যারা বিজয়ী হয়েছো তাদের জন্য অভিনন্দন ও শুভ কামনা। এবং যারা বিজয়ী হতে পারনি তাদের বলব ভাল ভাবে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার দিকে নজর দিলে আগামীতে আরও ভাল করতে পারবে। এতে মন খারাপ করার কিছুই নেই।
১৫ মে রবিবার বেলা ১২ টায় সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।  সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ট পোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,।
আর ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার,  সরকারী সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র দাস, জেলা শিশু বিষয়ক কর্ম কর্ত  বাদল চন্দ্র বর্মন প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহরিয়ার আশরাফ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ  বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
সুনামগঞ্জ জেলার কলেজ ও স্কুলের মোট ২২ টি প্রজেক্ট প্রদর্শনী অংশগ্রহণ করেন।
দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারী কলেজের জুবায়ের আহমেদ,দ্বিতীয় হয়েছেন গোবিন্দগঞ্জ কলেজের নাজিয়া বেগম, তৃতীয় হয়েছেন গোবিন্দগঞ্জ কলেজের রুহেনা বেগম, চতুর্থ হয়েছেন গোবিন্দগঞ্জ কলেজের লায়লা বেগম, পঞ্চম হয়েছেন সুনামগঞ্জ সরকারী কলেজের অনুপ দাস।
জুনিয়র গ্রুপে ১ম হয়েছেন সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের অনিন্দ্য সামন্ত ২য় হয়েছেন ব্রজেন্দ্র গঞ্জ উচ্চ বিদ্যালয়ের দিবা রায়,৩য় হয়েছেন সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের মনিষা গোস্বামী ৪র্থ হয়েছেন ব্র্জেনদ্দ গঞ্জ উচ্চ বিদ্যালয়ের দীপ সরকার ৫ম হয়েছেন আল হেরা জামিয়া ইসলামিয়ার রুহুল আবসার সাফী।
প্রজেক্ট প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারী কলেজ দ্বিতীয় দিগেনদর্ বর্মন কলেজ তৃতীয় সুরঞ্জিত সেনগুপ্ত পলি টেকনিক্যাল কলেজ।
জুনিয়র গ্রুপে প্রথম সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় তৃতীয় আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জ।
কুইজ প্রতিযোগিতায় প্রথম সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ব্র্জেনদর্ গঞ্জ উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে সরকারী সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়।