• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাহিত্য ম্যাগাজিন জলকন্যার প্রকাশনা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মে ১২, ২০২২
সাহিত্য ম্যাগাজিন জলকন্যার প্রকাশনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জে জলকন্যা সাহিত্য পরিষদের উদ্যোগে জলকন্যা লিটল ম্যাগের ত্রৈমাসিক প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার ১০ মে পৌরবিপনীস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির হল রুমে আয়োজিত আলোচনা সভায় শিক্ষাবিদ ও কবি কোহিনূর বেগমের সভাপতিত্বে ও প্রভাষক মশিউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী,মনি, লেখক ও প্রবান্ধিক সুখেন্দু সেন,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, কবি মীর মোশারফ হোসেন, কবি ফজলুল হক দোলন, কবি ও লেখক সবিতা বীর, মাসুদ আহমেদ, আবু সুফিয়ান টিপু, মামুন সুলতান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ হাছানরাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো কিংবদন্তি বাউল জন্ম গ্রহণ করেছেন। তাদের পথ ধরেই নতুন প্রজন্ম কে এগিয়ে যেতে হবে। সুনামগঞ্জ জেলার ঐতিহ্য,ইতিহাস সাংস্কৃতিক ও সাহিত্য কে জানাতে হবে। সুনামগঞ্জ জেলার অনেক মরমী কবি সুনামগঞ্জ কে অন্য ভাবে পরিচিত করেছেন। তাদের উত্তর সুরী হিসেবেই আমাদের কাজ করতে হবে।

সুনামগঞ্জের সাহিত্য সংস্কৃতির দেশ বিদেশে তুলে ধরার আহ্বান জানান।