• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা শাবান, ১৪৪৬ হিজরি

ছাতকের আহমদ মোন্তাকিম মাহবুব লাজিম যুক্তরাজ্যের কাউন্সিলর নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত মে ৭, ২০২২
ছাতকের আহমদ মোন্তাকিম মাহবুব লাজিম যুক্তরাজ্যের কাউন্সিলর নির্বাচিত

ছবি:লন্ডন মেয়র সাদিক খানের সাথে লাজিম।

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখিয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কৃতি সন্তান আহমদ মোন্তাকিম মাহবুব (লাজিম)। হ্যারিংগে কাউন্সিলের হোয়াইট হার্ট লেইন (লন্ডন) ওয়ার্ডে লেবার দলীয় প্রার্থী হয়ে উডগ্রীন এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বিপুল ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

কুইন্স ম্যারী বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) ছাত্র সংসদের দুই বারের নির্বাচিত  সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক  আহমদ মোন্তাকিম মাহবুব (লাজিম) ছাতকের বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম মন্তকা সাহেবের নাতি ও ব্যারিস্টার গোলাম জিলানী মাহবুব পাপলুর জেষ্ঠ্য সন্তান।তুখোড় ছাত্রনেতা, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মাহফুজ শিপলু ও      ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ছাতকের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের সহযোগী অধ্যাপক ডা. গোলাম রব মাহমুদ শোয়েবের ভাতিজা।

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।