• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুনামগঞ্জে হাওর পরিদর্শন

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১২, ২০২২
পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুনামগঞ্জে হাওর পরিদর্শন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরের ফসল ডুবির ঘটনা গঠিত তদন্ত কমিটি ধর্মপাশা উপজেলার ডোবাই হাওরের ক্ষতিগ্রস্ত ফসল রক্ষা বাধ পরিদশন করেছে। মংগল বার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের অউচ্চ পর্যায়ের
তদন্ত কমিটি বাধ এলাকা পরিদর্শন করে পি আইসি,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বাদ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান এবং দ্রুত ভেংগে যাওয়া বাধ মেরামত করার নির্দেশ প্রদান করেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে আহ্বায়ক ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ মাহবুর রহমান,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল হালিম,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) নক্সা এনায়েত উল্লাহকে সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ মোবাশশেরুল কে সদস্য সচিব করা হয়েছে। কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামত সহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। কমিটির কাজের গুণগত মান যাচাই, কম্পোনেন্ট ওয়াইজ কাজের অগ্রগতি, সামগ্রিক কাজের অগ্রগতি এবং পরবর্তী বছরে কাজ বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবে।