• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিশ্বম্বম্ভরপুরে করচার হাওরের বাঁধ পরিদর্শনে-এমপি মিসবাহ

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১১, ২০২২
বিশ্বম্বম্ভরপুরে করচার হাওরের বাঁধ পরিদর্শনে-এমপি মিসবাহ

লতিফুর রহমান রাজু ,সুনামগঞ্জ:সুনামগঞ্জের বিশ্বম্বম্ভরপুর করচার হাওরের বাঁধ
পরিদর্শন করেছেন সুনামগঞ্জ -আসনের সাংসদ বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
১০জুলাই রবিবার বিকেলে উপজেলার করচার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
বাঁধ পরিদর্শনের সময় এমপি মিসবাহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন,এখন হাওরের ফসল তুলা ছাড়া অন‍্য কোন বিষয় গুরুত্বপূর্ণ নয়।
প্রত্যক পিআইসি গণ বোর ফসল কর্তন শেষ না হওয়া পর্যন্ত নিধারিত বাঁধে রক্ষনাবেক্ষণ করতে হবে।কোন বাঁধে কোথায়ও যদি সমস‍্যা দেখা দেয় তাৎক্ষণিকভাবে প্রশাসন কে জানাতে আহবান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের হাওরবাসীর প্রতি আন্ততরিক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় হাওরে বিভিন্ন উন্নয়ন হচ্ছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.সাদি উর রাহিম জাদিদ,ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মিলন খান,এছারাও
ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।