ছাতক প্রতিনিধিঃ ” ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ” ইউ কে কতৃক ছাতকের বন্দরগাও গ্রাম ও তার আশপাশের এলাকার দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্হিত ছিলেন, অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী মস্তাব আলী, রইছ আলী ও বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য ইছমাইল আলী।
ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বন্দরগাও ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম দাতা, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ সমুজ আলী বলেন, রামাদ্বান মাস হলো আত্নশুদ্বি, আত্নগঠন, সংযম ও আত্নত্যাগের মাস। এ মাসে বেশি বেশি দান খয়রাত, পরোপকার ও নেক কাজের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা আমাদের সকলের মুল লক্ষ্য হওয়া উচিত।
এই মহতী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাই কে তিনি ধন্যবাদ জানান।