• ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাতকের সওজ প্রকৌশলীর

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২২
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাতকের সওজ প্রকৌশলীর

বিবিএন ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জহির আহমদ। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর প্রাইভেটকারের চালক মাসুদ রানা।শনিবার রাত ৯ টার দিকে উপজেলার ইউসুফপুর এলাকায় পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনাঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে সওজের প্রকৌশলী জহির আহমদ প্রাইভেটকারে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার ফেরার পথে শ্রীমঙ্গলের উচাপুল এলাকায় পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী জহির আহমদ। গুরুত্বর আহত চালককে শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের লোকজন উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নিহত সওজ প্রকৌশলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার আবু তাহে জানান, তারা প্রাইভেটকার কেটে একজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীর আর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।