• ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকের অগ্নিকান্ডে ৩ বসতঘরপুড়ে ছাই কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২২
ছাতকের অগ্নিকান্ডে ৩ বসতঘরপুড়ে ছাই কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নে ৩নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ৩ টি বসতঘরপুড়ে ছাই হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিকেল অনুমানিক সাড়ে ৩টার দিকে মায়েরকুল নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গ্রামের আমতর আলী, সমরাজ আলী, সমসের আলী বসতঘর পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সুত্রে জানায় গ্যাস সেলেন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, অনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে গেলে দ্রুত ঘর থেকে বাহির হয়ে যায় তারা। এ সময় ঘরে থাকা ধান, চাল, হাস, মোরগ , বই, খাতা, দলিল পত্র, নগদ টাকা কাপড় চোপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

আজ ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেন, খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আখলু মিয়া, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সদস্য মহিম উদ্দিন, বশির মিয়া, সুন্দর আলীসহ প্রমুখ।