• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লন্ডনে বাংলাদেশী নারী ইয়াসমিন হত্যার ঘটনায় একব্যক্তি গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২২
লন্ডনে বাংলাদেশী নারী ইয়াসমিন হত্যার ঘটনায় একব্যক্তি গ্রেফতার

বিবিএন ডেস্ক: ইংল্যান্ডের পূর্ব লন্ডনে নিজ বাসায় দিনের বেলা হত্যার শিকার বাংলাদেশী নারী ইয়াসমিনের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ২৭ মার্চ রবিবার গ্রেফতার করে ষ্ট্রাটফোর্ড পুলিশ ষ্টেশনে রাখা হয়েছে। আটক ব্যাক্তির নাম বা পরিচয় নিশ্চিত করা হয়নি তবে তার বয়স ৪০। নিহত ইয়াসমিনের সাথে আটককৃত ব্যাক্তির সম্পর্ক এখনো জানা যায়নি।

২৬ মার্চ এক সূত্রে জানা গিয়েছিলো হত্যার সন্দেহে ৪ জন সন্দেহভাজন পুলিশের তালিকায় ছিলো। এর মধ্যে ১ জন হচ্ছেন খুনী।

মেট পুলিশ ২৬ মার্চ রাতে এক বিবৃতিতে বলেছে, রাতে তারা অপরাধী ধরার জন্য বিভিন্ন স্থানে হানা দিবে।

এদিকে স্থানীয় একজন বাসিন্দার বরাতে জানা গেছে, ইয়াসমিন হত্যার শিকার হয়েছেন দুপুর ২ টার পরে, সাড়ে ৩টার কিছু সময় আগে।

একটি বহুতল আবাসিক ভবনে, দিনের বেলা, দুটি স্কুলের ঠিক পাশে এরকম একটি ঘটনায় আতংকিত স্থানীয়রা ২৬ মার্চ রাতে রজার্স এষ্টেটে সমবেত হয়ে দোয়া করেছেন নিহত ইয়াসমীনের জন্য। ইয়াসমীনের বয়স ৪০, তিনি সিঙ্গেল মাদার হিসাবে দুটি বাচ্চা নিয়ে এই বাসায় থাকতেন ১০ বছর ধরে।