• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৬, ২০২২
বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

 

বিবিএন ডেস্ক:বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার (২০ মার্চ) লন্ডন মুসলিম সেন্টারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সোসাইটির সভাপতি মুহাম্মদ বাবুল খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কয়েছ আহমদ।

এরপর সোসাইটির সভাপতি মুহাম্মদ বাবুল খান বিগত সেশনের (২০২০/২০২১) কার্যক্রমের প্রতিবেদম প্রকাশ করেন।

সভায় নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখন, লন্ডন এডুকেশন ট্রাস্ট এবং লন্ডন ইক্বরা ইনিস্টিউটের সভাপতি আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক রাজু মুহাম্মদ শিবলি।

নির্বাচনে সোসাইটির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বর্তমান সভাপতি মুহাম্মদ বাবুল খান আবারো ২০২২-২০২৩ সেশনের জন্য আবারো সভাপতি নির্বাচিত হন।

পর্যায়ক্রমে সভাপতি মুহাম্মদ বাবুল খান উপস্থিত সদস্যদের সম্মতিতে সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান ও ট্রেজারার আহমদ হুসাইনকে মনোনীত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখন আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক রাজু মুহাম্মদ শিবলি, ইস্ট লন্ডন মসজিদের হেড অফ এসেট আসাদ মুহাম্মদ জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মুছাদ্দিক আহমদ, মাওলানা আব্দুল মুনিম চৌধুরী, আকনু হুসাইন, আব্দুল মজিদ, সালেহ আহমদ, আব্দুল্লাহ আল মুনিম, জাকের আহমদ চৌধুরী, নুরুজ্জামান, খালেদ মুশাররফ, এমদাদুল হক কাজল, আহমদ হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে নতুন সদস্যদের মধ্যে আজীবন সদস্যপদ সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন রাফি বিন মুনিম, সাইফুল আলম দুলাল। সর্বশেষ রাতের ভোজনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।