• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে জাপার মানবন্ধন; ‘নিত্যপণ্যের দাম না কমালে কঠোর আন্দোলন’

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৩, ২০২২
সুনামগঞ্জে জাপার মানবন্ধন; ‘নিত্যপণ্যের দাম না কমালে কঠোর আন্দোলন’

নিজস্ব প্রতিবেদকঃ চাল, ডাল, তেল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম রমজানের আগে না কমালে কেন্দ্রের নিদের্শনা নিয়ে সুনামগঞ্জে কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দেওয়া হয়েছে জাতীয় পার্টি আয়োজিত এক মাববন্ধন কর্মসূচি থেকে।

বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জাতীয় পার্টি ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এর বিপরীতে সরকারের টিসিবির কর্মসূচি অপ্রতুল। আসছে রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে না আসলে মানুষের ভোগান্তির সীমা থাকবে না। এ ব্যাপারে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাপার যুগ্ম আহŸায়ক ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, সদস্য সচিব মনির উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান শওকত আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাজিদুর রহমান সাজিদ, জেলা যুব সংহতি নেতা জসিম উদ্দিন সরকার, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফরিদা বেগম, জাপা নেতা ফয়েজুর রহমান, আব্দুল মন্নান, শামীম আহমদ, সিরাজ মিয়া, ফয়জুর রহমান, এরশাদ মিয়া প্রমুখ।