• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুইন এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উপলক্ষে টাউন হলে কেক কাটলেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৯, ২০২২
কুইন এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উপলক্ষে টাউন হলে কেক কাটলেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার
বিবিএন ডেস্ক: রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবে বুধবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল চেম্বারে কেক কাটা হয়।

পূর্ণাঙ্গ কাউন্সিল মিটিং শেষে স্পিকার অব দ্যা কাউন্সিল, কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন বিশেষ এই কেক কাটার অনাড়ম্বর আয়োজনে যোগ দিতে কাউন্সিলরদের আমন্ত্রণ জানান এবং সকলকে সাথে নিয়ে তিনি কেক কাটেন।

কাউন্সিলর আহবাব হোসেন কুইন এলিজাবেথের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী জুন মাসের প্রথম উইকেন্ডে ৪ দিনের জাতীয় ছুটির দিনগুলোতে প্লাটিনাম জুবিলি উদযাপন করার জন্য বারার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথ হচ্ছেন প্রথম কোন ব্রিটিশ মোনার্ক, অর্থাৎ সিংহাসনে আরোহণকারী প্রথম ব্যক্তি যিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন অঞ্চল ও কমনওয়েলথের জনগণের জন্য টানা ৭০ বছর ধরে সেবা দিয়ে আসছেন। গত ৬ ফেব্রুয়ারি তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি হয় এবং অনন্য এই মাইলফলক উদযাপনে ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত ৪ দিনব্যাপী সারাদেশে নানা আনুষ্ঠানিকতা পালন করা হবে।