• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৭, ২০২২
সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।  সকাল ৮ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর  প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য, র‌্যালী ঐতিহ্য যাদুঘর এর সামনে থেকে বের হয়ে সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।  এ  সময় র‍্যালীতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন, ডিডিএলজি জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, আওয়ামীলীগ নেতা প্রদীপ পাল নিতাই, শাহ আবু নাসের  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সহ অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়াও আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।