• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১০, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি:তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে শহরের পুরাতন বাসটেন্ড থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলটি বের হয়।
মিছিল নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে  প্রতিবাদ সমাবেশ করেন  নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, রাখাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন প্রমুখ।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।