• ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১০, ২০২২
সুনামগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবকের নাম রাসেল মিয়া। সে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের মহিউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় আজ রাত ৯ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি ভাদেরটেক গ্রামে যাচ্ছিল। এসময় মালবাহী ট্রাক কে পিছন থেকে ওভারট্যাক করার সময় সে ট্রাকের চাপা পড়ে মারা যায়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ট্রাক চাপায় সে ঘটনাস্তলেই মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও ট্রাক আটক করা হয়েছে।