• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ বিজিবি ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৫, ২০২২
সুনামগঞ্জ বিজিবি ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে

সুনামগঞ্জ প্রতিনিধি: টেকেরঘাট বিওপির টহল দল ৪ মার্চ তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১,২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,২৫০/- টাকা।
বাগানবাড়ী বিওপির টহল দল একই দিন দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ডাংগারপার নামক স্থান হতে ১৭ কেজি ভারতীয় সুপারি এবং ০৫ জোড়া স্যান্ডেল আটক করে, যার আনুমানিক মূল্য ৩,৮০০/- টাকা।
লাউরগড় বিওপির টহল দল ঐদিনই অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০২,৪০০/- টাকা।
পেকপাড়া বিওপির টহল দল ০৫ মার্চ  দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম পেকপাড়া নামক স্থান হতে ৮৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১,২৬,০০০/- টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ঐদিনই উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডুয়ার নামক স্থান হতে ১৫টি বাংলাদেশী প্লাস্টিক টেবিল আটক করে, যার আনুমানিক মূল্য ৪৩,৪৫০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, পাথর, সুপারি, স্যান্ডেল, বারকী নৌকা এবং বাংলাদেশী প্লাস্টিক টেবিল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক  লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।