• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভূমিহীন দের গৃহ নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ সুনামগঞ্জ জেলা প্রশাসকের

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৫, ২০২২
ভূমিহীন দের গৃহ নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ সুনামগঞ্জ জেলা প্রশাসকের
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন খুব সুন্দর ও মজবুত এবং সরকারের নির্দশনা
 অনুসারে সুনামগঞ্জ জেলার চলমান ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিতব্য গৃহ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন।  ঘর নির্মাণ নিয়ে যাতে কোন অনিয়ম না হয় সেদিকেও সংশ্লিষ্টদের সজাগ থাকার অনুরোধ করেছেন।
৫ মার্চ  সকাল ১০০.টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের লক্ষ্যে চলমান গৃহের  নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেন  জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, ।  এ সময়  উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর  ইমরান শাহারিয়ার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গৃহ নির্মাণকাজ পরিদর্শনকালে মানসম্মতভাবে দ্রুততম সময়ে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে গৃহেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া ঘরের নির্মান কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য ও উপস্থিত সকলকে অনুরোধ করেন।