• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়ার মতো আনন্দ আর হতে পারেনা:এ্যাটর্নী জেনারেল এএম আমিন উদ্দিন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৫, ২০২২
মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়ার মতো আনন্দ আর হতে পারেনা:এ্যাটর্নী জেনারেল এএম আমিন উদ্দিন

 

ছাতক প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাটর্নী জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়ার মতো আনন্দ আর হতে পারেনা। যারা নিজেদের বিলিয়ে দিতে পেরেছেন তারাই মানুষের মাঝে আজীবন স্মরনীয় হয়ে রয়েছেন। মরহুম গিয়াস মিয়া ছিলেন নিজেকে বিলিয়ে দেয়ার মতো এমনই একজন ব্যক্তিত্ব। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো মানুষ হও, সুন্দর জীবন গড়ে দেশের কল্যাণে কাজ কর। গতকাল শুক্রবার বিকেলে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর সুরমা কমিউনিটি সেন্টারে মরহুম গিয়াস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের অনুদান ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম গিয়াস মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও মরহুম গিয়াস মিয়ার ছোট ভাই, ট্রাষ্টি রফিক হায়দারের পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সুনামগঞ্জের পিপি এড. খায়রুল কবির রুমেল, এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, শিল্পপতি জাবেদ ইকবাল, আজিম গ্রুপের চেয়ারম্যান ফারহান আজিম, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ কাশেম আলী, তাজ গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালিক, এনআরবি ব্যাংকের পরিচালক নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত প্রমূখ। এসময় এড. আখতারুজ্জামান সেলিম জিপি, এড. মলয় বিকাশ দে, আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত, স্থানীয় জহিরুল ইসলাম হীরা, প্রবাসী ফয়জুল হক সহ মসজিদর ইমাম-মোয়াজ্জিন, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।