• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এডভোকেট রাজ উদ্দিন একজন স্বচ্ছ ও স্বজ্জন রাজনীতিবিদ:সাংসদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৫, ২০২২
এডভোকেট রাজ উদ্দিন একজন স্বচ্ছ ও স্বজ্জন রাজনীতিবিদ:সাংসদ মানিক

 

ছাতক প্রতিনিধি: ছাতকে নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিলেট জেলা জজ কোর্টের জিপি, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এডভোকেট রাজ উদ্দিন। গতকাল শুক্রবার বিকেলে (৪ মার্চ) দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারে তার সন্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্থানীয় ইয়াছিনবাগ ফাউন্ডেশনের উদ্যোগে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সুনামগঞ্জ ৫, ছাতক -দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, একজন স্বচ্ছ ও স্বজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব এড. রাজ উদ্দিন। আইন পেশায় ও তার ব্যাপক সুনাম রয়েছে। আওয়ামীলীগের দুর্দিনে ও তিনি দলকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেছেন।ইয়াছিনবাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি এডভোকেট রাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক,

দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আফজান হোসেন, চান মিয়া চৌধুরী, দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া,নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন আবুল,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আব্দুল খালিক। সভায় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সহ -সভাপতি টুনু মিয়া তালুকদার,সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট সামছুর রহমান, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, সুন্দর আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক নাফিস শামস তিয়াস, এলাছ উদ্দিনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।সভা পরিচালনা করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার ও ইয়াছিনবাগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু রেহান।